স্থানটি একটি ব্রিজ যার দুই ধারে বিল আকারে পানি থই থই করছে। বিকেল বেলা ঠান্ডা বাতাসে ভ্রমনে আসা লোকদের প্রাণ জুড়িয়ে দেয়। উক্ত স্থানে নৌকা ভ্রমনের ব্যবস্থা আছে। স্থানটি অনেক বড় হওয়ায় বিকেল বেলায় অনেক লোক সমাগম হয়। ডুইরার বোন্ধ দেখতে অনেকটা ঢাকা শহরের আশুলিয়ার মত তাই অনেকে একে কাপাসিয়ার আশুলিয়া বলে সম্বোধন করে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস