গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলাধীন ঘাগটিয়া ইউনিয়নে ঘাগটিয়া গ্রামে কলেজটি অবস্থিত। কাপাসিয়া-মনোহরদী আঞ্চলিক মহাসড়কের দক্ষিণ পাশে প্রাচীর বেষ্টিত ছায়াঘেরা অত্যন্ত্য মনোরম পরিবেশে অবস্থিত।কলেজে ৩টি টিনশেড ভবন রয়েছে। এগুলিতে একাডেমিক ও প্রশাসনিক কার্য্যাবলী পরিচালিত হয়ৰ। শিক্ষার্থীদের ব্যবহারিক ক্লাশের জন্য কম্পিউটার ল্যাব, খেলাধূলার জন্য প্রশ্বস্ত মাঠ, শিক্ষক ও ছাত্র/ছাত্রীদের জন্য পৃথক টয়লেট রয়েছে। কলেজে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে কম্পিউটার অপারেশন, সেক্রেটারিয়াল সায়েন্স, হিসাব রক্ষণ, উদ্যোক্তা উন্নয়ন এই চারটি ট্রেডে শিক্ষাক্রম পরিচালিত হচ্ছে।
ইতিহাসঃ-বর্তমান বিজ্ঞান ও তথ্য প্রযুক্তির যুগে কারিগরি শিক্ষার বিকল্প নেই। দেশের ক্রম বর্ধমান বেকার সমস্যা সমাধান বিদেশে জনশক্তি রপ্তানী, দক্ষ জনশক্তি তৈরী ও সরকারী- বেসরকারী প্রতিষ্ঠানে নিম্ন মাধ্যম সারির দক্ষ জনশক্তির অভাব পূরনের উদ্দেশ্যে অত্র এলাকার জনগনের সহযোগীতায় জনাব আলহাজ্ব রেজাউল হক এর ঐকান্তিক প্রচেষ্টায় কলেজটি প্রতিষ্ঠিত হয়।বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের বিধি অনুযায়ী আলহাজ্ব রেজাউল হক সাহেব অনুদান প্রদান করায় এলাকাবাসীর প্রস্তাবে রেজাউল হক নামে কলেজের নামকরন করা হয়।
পরিচারনা পরিষদের সভাপতিঃ- মোঃ আলাউদ্দিন আলী, ইউ এন ও কাপাসিয়া,
বিগত ৫ বছরের পরীক্সার ফরাফলঃ- সাল অংশগ্রহনকারী ছাত্র পাশ করে ২০০৮ ৪৭ ৪২ ২০০৯ ৪২ ৩৮ ২০১০ ৫৫ ৫৩ ২০১১ ৩৯ ২৬ ২০১২ ৯৪ ৭৭
ছাত্রী উপবৃত্তির অন্তর্ভুক্ত।
অর্জনঃ-জি পি এ ৫ সহ শতকরা হারে এই এস সি বি এম পরীক্ষায় গাজীপুর জেলায় ১ম স্থান অর্জন। ভবিষ্যত পরিকল্নাঃ- একাডেমিক, ও সহশিক্ষা ও সামাজিক কার্য্যক্রমে ব্যপক অংশগ্রহন করা। যোগাযোগঃ- কাপাসিয়া ব্রীজ পার হয়ে তরগাো মোড় থেকে মনোহরদীর বাসে বাসে চর আলীসগর নতুন বাজারে নামতে হবে।ভাড়া ২৫টাকা।সেখান থেকে সামান্য দক্ষিন দিকে।
দক্ষ জনশক্তি গড়ে তোলার দৃঢ় লক্ষ নিয়ে প্রতিষ্ঠাতার পূর্ন অনুপ্রেরনায় অগ্রসরমান এই মহাবিদ্যালয়টি স্বপ্ন দেখে বেকারত্ব মুক্ত আত্মমর্যাদাবোধ সম্পন্ন এক জাতী গড়ে তোলার।ক্ষুধার কষ্ট, অজ্ঞতার অপমান চিরতরে দূর হয়ে যাক সমাজ থেকে।
ঢাকার মহাখালি থেকে সম্রাট পরিবহনে উঠে কলেজের নাম বললেই নামিয়ে দেবে কলেজের মূল সড়কের মুখে।ভাড়া ১১০টাকা কাপাসিয়া থেকে সম্রাট পরিবহনে উঠে কলেজের কথা বললে ই হয়ে যাবে।ভাড়া ২০ টাকা
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস