০২ টি আধপাকা টিনসেড বিল্ডিং ঘর। সামনে খেলার বড় মাঠ আছে। বিদ্যালয়ের পেছনে পুকুর আছে। উত্তর পাশে সরকারী প্রাথমিক বিদ্যালয় আছে। দক্ষিন পাশে এলজিইডি রাস্তা আর পশ্চিম পার্শ্বে পাকা রাস্তা আছে।
স্বাধীন বাংলার সহকারী সংবিধান প্রনেতা মুক্তিযুদ্ধের অগ্রনায়ক এবং বাংলাদেশের প্রথম এটর্নী জেনারেল ফকির সাহাবুদ্দিন দেশ মাতৃকার অকৃত্রিম প্রেম ও ভালবাসা ছিল তার অন্তরে। গরীব দু:খী খেটে খাওয়া সাধারন মানুষের জন্য তার ছিল অকৃত্রিম ভালবাসা। মহান পুরুষ ফকির সাহাবুদ্দিন সাহবকে চিরদিন অমর করে রাখার জন্য তার নামে এলাকার মানুষ বিদ্যালয়ের নামকরন করে ১৯৭৩ ইং সালে প্রতিষ্ঠিত হয়।
পরীক্ষার নাম | সাল | পরীক্ষার্থী | পাশ |
জে.এস.সি | ২০১০ | ১২ জন | ৬ জন |
২০১১ | ১২ জন | ১০ জন | |
২০১২ | ১৪ জন | ১১ জন | |
২০১৩ | ১১ জন | ০৮ জন | |
এস.এস.সি | ২০১০ | ২৫ জন | ১০ জন |
২০১১ | ৩০ জন | ১৫ জন | |
২০১২ | ২৪ জন | ১৮ জন | |
২০১৩ | ১২ জন | ০৮ জন | |
২০১৪ | ২২ জন | ০৯ জন |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস