Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ঘাগটিয়া চালা উচ্চ বিদ্যালয়

  • সংক্ষিপ্ত বর্ণনা
  • প্রতিষ্ঠাকাল
  • ইতিহাস
  • প্রধান শিক্ষক/ অধ্যক্ষ
  • অন্যান্য শিক্ষকদের তালিকা
  • ছাত্র-ছাত্রীর সংখ্যা (শ্রেণীভিত্তিক)
  • পাশের হার
  • বর্তমান পরিচালনা কমিটির তথ্য
  • বিগত ৫ বছরের সমাপনী/পাবলিক পরীক্ষার ফলাফল
  • শিক্ষাবৃত্ত তথ্যসমুহ
  • অর্জন
  • ভবিষৎ পরিকল্পনা
  • ফটোগ্যালারী
  • যোগাযোগ
  • মেধাবী ছাত্রবৃন্দ

সংক্ষিপ্ত বর্ণনা

গাজীপুর জেলার পূর্বপ্রান্তে কাপাসিয়া উপজেলাধীন ঘাগটিয়া ইউনিয়নেরপ্রাণকেন্দ্রে অবস্থিতবিদ্যালয়টি কাপাসিয়া মনোহরদী এবং আড়াল-আড়ালিয়ারাস্তার সংযোগ স্থলে ঘাগটিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সম্মুখে অবস্থিত।বিদ্যালয়টির সন্নিকটে একটি বাজার, হাসপাতাল, মহিলা কলেজ, ব্যাংক, পোস্টঅফিস, সরকারী প্রাথমিক বিদ্যালয়, দাখিল মাদরাসা রয়েছে। বিদ্যালয়টি ২ একর ৩৭শতক জমির উপর দক্ষিন মুখী বিরাট দ্বিতল ভবন, খেলার মাঠ, বিজ্ঞান ভবন ওঅত্যাধুনিক ইন্টারনেট সংযোগসহ কম্পিউটার ল্যাব এবং একটি সুসজ্জিত পাঠাগারসমেত আধুনিক ও ডিজিটাল পাঠদানের যুগোপযোগী একটি প্রতিষ্ঠান। বিদ্যালয়টিতেএস.এস.সি, জে.এস.সি ও পি.এস.সি পরীক্ষার কেন্দ্র বিদ্যমান আছে। তদুপরি বিগতবৎসরগুলোতে জে.এস.সি ও এস.এস.সি শতভাগ পাশ ও জুনিয়র বৃত্তিসহ পাবলিকপরীক্ষায় ফলাফলের ভিত্তিতে উপজেলার একটি শীর্ষস্থানীয় প্রতিষ্টানে উপনীতহয়েছে। বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা প্রায় নয়শত।